গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
চাঁদপুর ।
সিটিজেন চার্টার
সেবার নাম |
সেবা প্রদান পদ্বতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্বতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোননম্বর ও ই-মেইল |
|
১ |
মা ও শিশু সহায়তা কর্মসূচি |
প্রতি মাসে ৮০০/- হারে দুই বছর মেয়াদে। প্রতি ইউনিয়নে নিদিষ্ট সংখ্যক দূঃস্থ মহিলাকে এই ভাতা প্রদান করা হয়। |
নির্ধারিত ফরম। জেলা মহিলা বিষয়ক কার্যালয়, চাঁদপুর ।
|
বিনামূল্যে |
আবেদনের প্রেক্ষিতে ০১মাস |
নাছিমা আক্তার উপপরিচালক (অ.দা.) মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর +8802334487303 |
২ |
মা ও শিশু সহায়তা কর্মসূচি |
প্রতি মাসে ৮০০/- হারে দুই বছর মেয়াদে। প্রতি ইউনিয়নে নিদিষ্ট সংখ্যক দূঃস্থ মহিলাকে এই ভাতা প্রদান করা হয়। |
নির্ধারিত ফরম। জেলা মহিলা বিষয়ক কার্যালয়, চাঁদপুর ।
|
বিনামূল্যে |
আবেদনের প্রেক্ষিতে ০১মাস |
নাছিমা আক্তার উপপরিচালক (অ.দা.) মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর +8802334487303
|
৩ |
ভিডব্লিউবি কার্যক্রম |
২৪ মাস মেয়াদী প্রতি চক্রে খাদ্য সাহায্য ও আত্বকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষন প্রদান করা হয়।সঞ্জয়ে উদ্বদ্ভ করার লক্ষ্যে সঞ্জয় আদায় করা হয়। |
সংশিষ্ট ইউনিয়ন পরিষদ |
বিনামূল্যে |
আবেদনের প্রেক্ষিতে ০১মাস |
নাছিমা আক্তার উপপরিচালক (অ.দা.) মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর +8802334487303
|
৪ |
মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋন তহবিল |
পলী অঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মহিলাদের আত্ন-কর্মসংস্থানের উদ্দেশ্যে সমিতির মাধ্যমে ২৫০০০/- থেকে ৭৫০০০/- পর্যন্ত সল্প সুদে ঋন প্রদান করা হয়। |
নির্ধারিত ফরম। জেলা মহিলা বিষয়ক কার্যালয়, চাঁদপুর ।
|
বিনামূল্যে |
আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত সময়ে |
নাছিমা আক্তার উপপরিচালক (অ.দা.) মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর +8802334487303
|
৫ |
জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন |
বিভিন্ন ধরনের আয় বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষনের মাধ্যমে মহিলাদের আত্বকর্মসংস্থানের ব্যবস্থা করা ।জেলা কার্যালয়ে বিভিন্ন ট্রেডপ্রশিক্ষন। যেমন: দর্জি বিজ্ঞান, কম্পিউটার অফিস এপ্লিকেশন, বিউটিফিকেশন, ক্রিস্টাল শো-পিছ, ব্লক-বাটিক |
নির্ধারিত ফরম। জেলা মহিলা বিষয়ক কার্যালয়, চাঁদপুর ।
|
বিনামূল্যে |
আবেদনের প্রেক্ষিতে তিন মাস অন্তর |
নাছিমা আক্তার উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর +8802334487303
|
৬ |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্দীকরন |
উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্টীর মধ্যে সম্প্রসারন করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের বিধিমোতাবেক নিদিষ্ট গঠনতন্র্ অনুযায়ী নিবন্ধন প্রদান করা হয় । |
নির্ধারিত ফরম। জেলা মহিলা বিষয়ক কার্যালয়, চাঁদপুর ।
|
বিনামূল্যে |
আবেদনের প্রেক্ষিতে |
নাছিমা আক্তার উপপরিচালক (অ.দা.) মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর +8802334487303
|
৭ |
বেগম রোকেয়া পদক বিতরন |
প্রতি বছর মে মাসে বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে মনোনয়ন আহবান করা হয়। ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস অনুষ্ঠানে বা আলাদা ভাবে এই পদক প্রদান করা হয়। |
জেলা মহিলা বিষয়ক কার্যালয়, চাঁদপুর ।
|
বিনামূল্যে |
প্রতি বৎসরে মে মাসে |
নাছিমা আক্তার উপপরিচালক (অ.দা.) মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর +8802334487303
|
৮ |
বাৎসরিক অনুদান প্রদান |
মহিলাদের আত্ন কর্মস্থানের জন্য নিবন্ধনকৃত মহিলাসমিতিকে আবেদনের ভিত্তিতে বছরে একবার আর্থিক অনুদান দেওয়া হয়। |
নির্ধারিত ফরম। জেলা মহিলা বিষয়ক কার্যালয়, চাঁদপুর ।
|
বিনামূল্যে |
প্রতি বৎসর জুলাই মাসে |
নাছিমা আক্তার উপপরিচালক (অ.দা.) মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর +8802334487303
|
৯ |
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও পাচার রোধ |
মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী ওশিশু নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতনমূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে। নারী নির্যাতন প্রতিরোধ সেল নির্যাতিত নারীদের বিনামুল্যে সব ধরনের আইনগত সহা্য়তা প্রদান করে। কাউসিলিং এর মাধ্যমে পারিবারিক নির্যাতনের শিকার নারীদের পারিবারিক বিরোধ নিস্পত্তি , তালাকপ্রাপ্ত নারীদের দেনমোহরের টাকা আদায়,বিবাদীর (স্বামী)নিকট হতে স্ত্রীর ভরনপোষন, খোর পোষ ও সন্তানের ভরন পোষন আদায় করা হয়।এছাড়াও সেলের আইনজীবিদের মাধ্যমে কোর্টে আইনগত সআয়তা প্রদান করা হয়। |
জেলা মহিলা বিষয়ক কার্যালয়, চাঁদপুর ।
|
বিনামূল্যে |
অফিস চলাকালীন সময়ে |
নাছিমা আক্তার উপপরিচালক (অ.দা.) মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর +8802334487303
|
১০ |
সেলাই মেশিন বিতরণ |
নিবন্ধনকৃত প্রতিষ্ঠান,দারিদ্র পীরিত ও দুস্থ মহিলাদের আত্বকর্মসংস্থানের জন্য স্থানীয় সংসদ সদস্যগনের সুপারিশের মাধ্যমে মন্ত্রণালয় হতে অনুমোদনের পর বরাদ্দ সাপেক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চাঁদপুর ।
|
বিনামূল্যে |
মন্ত্রণালয় হতে জি ও পাওয়ার পর |
নাছিমা আক্তার উপপরিচালক (অ.দা.) মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর +8802334487303
|
১১ |
জয়িতা অন্বেষণে বাংলাদেশ |
প্রতি বৎসর অক্টোবর, নভেম্বর মাসে ইউনিয়ন পর্যায় হতে উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন কমিটির মাধ্যমে তৃনমূল পর্যায় হতে জয়িতা নির্বাচন করে ০৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে জয়িতাদেরকে সম্মাননা প্রদান করা হয়। |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চাঁদপুর ।
|
বিনামূল্যে |
প্রতি বৎসর অক্টোবর নভেম্বর মাসে |
নাছিমা আক্তার উপপরিচালক (অ.দা.) মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর +8802334487303
|
১২ |
দূঃস্থ সাহায্য তহবিল |
দূস্থ,অসহায়.নির্যাতিত মহিলাদেরকে আবেদনের প্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অনুদান দেয়া হয়। |
নির্ধারিত ফর্ম জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চাঁদপুর ।
|
বিনামূল্যে |
আবেদনের প্রেক্ষিতে |
নাছিমা আক্তার উপপরিচালক (অ.দা.) মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর +8802334487303
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS